চার বছর পর কলকাতার খেলা দেখতে ইডেনে এলেন বলি বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় ছিনিয়েও নিলেন। তিনি গ্যালারিতে থাকা মানেই KKR ভক্তদের বাড়তি উন্মাদনা। 'পাঠান' মাঠে মানেই, 'কলকাতা রুল' করবেই। এতসবের মধ্যেও নজর কাড়ে শাহরুখের পোশাক। মেয়ে সুহানার সঙ্গেই বৃহস্পতিবার ইডেন পৌঁছেছিলেন KKR এর অন্যতম কর্ণধার।
IPL 2023 Sachin Tendulkar : চেন্নাই ম্যাচের আগে সচিনের মাস্টার ক্লাসে রোহিতের মুম্বই
কালো ফুলহাতা হুডি পরে ইডেনে গ্যালারি মাতিয়েছিলেন পাঠান। পোশাকের বুকের কাছে একটি লাল ক্রশ। আর এই পোশাকই নেটিজেনদের চোখে কেমন যেন চেনা চেনা ঠেকেছে। আসলে, গত মার্চ মাসে তানিয়া শ্রফের জন্মদিনে হুবহু একই পোশাকে দেখা গিয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। ছেলের পোশাকে, মেয়ের হাত ধরেই ইডেন এসেছিলেন শাহরুখ, দর্শকদের এই সমীকরণ বেশ মনে ধরেছে।