Sergio Ramos Retires: স্পেনের নতুন কোচের ভাবনায় নেই রামোস, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা বিশ্বজয়ীর

Updated : Mar 03, 2023 10:30
|
Editorji News Desk

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন বিশ্বজয়ী তারকা ফুটবলার সার্জিও রামোস (Sergio Ramos Retires) ।  স্পেনের নতুন কোচের বার্তা পাওয়ার পরই জাতীয় দলের ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন পিএসজি (PSG) ডিফেন্ডার । সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন । আর সেখানে অবসরের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তাঁর প্রতিটি লেখায় ধরা পড়ল আক্ষেপ, অভিমান । 

রামোস বুঝতে পেরেছেন যে এখন তাঁর আর জাতীয় দল সুযোগ পাওয়া হবে না । কারণ স্পেনের নতুন কোচের পরিকল্পনায় আর সার্জিও রামোস নেই। এই জানার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি । কিন্তু, মন থেকে কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছেন না । লিওনেল মেসি, লুকা মদ্রিচ, পেপেদের উদাহরণ টেনে রামোস লেখেন, 'আমার মেসি, মদ্রিচ, পেপেদের দেখে খানিকটা হিংসা হয়। এঁরাও তো খেলছে । দুর্ভাগ্যবশত আমার ক্ষেত্রে এমনটা হবে না । কারণ ফুটবলে সবসময় ন্যায়বিচার হয় না এবং ফুটবলটা কখনই শুধু ফুটবল নয় । দুঃখের মধ্যে এটা মেনে নিতে হবে, তবে সবসময় মাথা উঁচু করে । "

আরও পড়ুন, East Bengal: ডার্বির আগে স্বস্তি ইস্টবেঙ্গল কর্তাদের, সদস্যদের দেওয়ার জন্য টিকিট পেল ক্লাব
 

টুইটের প্রথমেই রামোস লেখেন, "জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে । আমি বর্তমান কোচ (লুইস দে লা ফুয়েন্তে) ফোন করেছিলেন আমাকে । তিনি জানিয়েছেন, যেমন পারফরম্যান্সই করি না কেন, ক্যারিয়ারে যত কিছুই করে থাকি না কেন, আমি আর কখনও তাঁর পরিকল্পনার অংশ হব না।" তিনি আরও লেখেন, "তরুণ বা কম বয়স হওয়া কোনও গুণ বা ত্রুটি নয়, এটি কেবল একটি সংখ্যা । এর সঙ্গে কার্যক্ষমতা বা দক্ষতার কোনও সম্পর্ক নেই ।"

উল্লেখ্য, সার্জিও রামোস স্পেনের জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন । ১৮০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে তাঁর । ২০১০ সালের ফিফা বিশ্বকাপ ছাড়াও স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি।

SpainSergio RamosFootball

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও