এশিয়ান গেমসে অব্যাহত ভারতের সাফল্য! রবিবার চীন থেকে এল আরও দু'টি ইভেন্টে পদকপ্রাপ্তির খবর। দুটি ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় খেলোয়াড়রা। সবমিলিয়ে ভারতের মোট পদক ৫০ ছুঁই ছুঁই।
রবিবার এশিয়ান গেমসে ভারতের নাম উজ্জ্বল করলেন সীমা পুনিয়া (Seema Punia) এবং নন্দিনী আগাসারা (Nandini Agasara)। সীমা ব্রোঞ্জ জিতলেন মহিলাদপর ডিসকাস থ্রো (Discuss Throw) ইভেন্টে। নন্দিনী ব্রোঞ্জ জিতলেন ৮০০ মিটার হেপ্টাথেলন (Heptathelon) বিভাগে।
Asian Games: লং জাম্পে রুপো ভারতের, ১৫০০ মিটারে জোড়া মেডেল
চিনের মাটিতে দারুণ সাফল্য পাচ্ছেন ভারতীয় প্রতিযোগিরা। পদক তালিকায় আরও উপরের দিকে উঠতে সচেষ্ট তাঁরা।