টেনিস কোর্টের মায়া যেন ছাড়তে পারছেন না সানিয়া মির্জা। দুবাই ওপেনে খেলে অবসর নিলেও, এখনও দুটি ম্যাচ খেলবেন সানিয়া। ইন্সটাগ্রামে ভিডিয়ো পোস্ট করে সানিয়া নিজেই জানিয়েছেন, আগামী ৫ মার্চ নিজের শহর হায়দরাবাদে শেষ ম্যাচ খেলবেন সানিয়া। যেখানে তাঁর টেনিস খেলার শুরু। সেই ম্যাচে উপস্থিত থাকবেন সানিয়ার পরিবার, বন্ধু, সহ খেলোয়াড়রাও। এই ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছেন না টেনিস তারকা।
ওইদিনই হায়দরাবাদে দুটি শেষ ম্যাচ খেলবেন সানিয়া। প্রথমটি 'রাউন্ডার' দ্বিতীয়টি মিক্সড ডাবলস ম্যাচ। উল্লেখ্য, সানিয়াকে শেষ বারের মতো টেনিস কোর্টে দেখতে অগ্রিম টিকিট বুক করেছেন অনেকেই। ৪৯৯ টাকা থেকে ৭৪৯ টাকা পর্যন্ত টিকিটের দাম রাখা হয়েছে।