আইপিএল-এর নিলামে ২০ লাখ থেকে রাতারাতি দর বেড়ে হয়েছে সাড়ে আট কোটি। তার ওপর নিজের আইকন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস-এই খেলার সুযোগ পেয়েছেন সমীর রিজভি। তাঁকে আর পায় কে?
আনন্দে আত্মহারা সমীর বলছেন, এই মরশুমে আইপিএল এ ধোনির থেকে অনেক কিছু শিখতে পারবেন বলে আশা রাখেন।
আনক্যাপড প্লেয়ারের ক্যাটাগরিতে তাঁকে নেওয়ার জন্য নিলামে লড়াই করে অনেক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত তাঁকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনে নিল চেন্নাই সুপার কিংস।