আইপিএলে তারকা ক্রিকেটারদের বেতন নিয়ে আলোচনা যেমন হয়, তেমনটা আর কাউকে নিয়ে হয়না, তবে জেনে রাখা ভাল, আইপিএলের ম্যাচ পরিচালনা করে মোটা টাকা বেতন পান আম্পায়াররাও।
তাঁদের কাজ অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়। অভিজ্ঞতা, কাজের দক্ষতা অনুযায়ী কয়েক জন আম্পায়ার ‘এলিট’ তকমা পান। বাকিরা পান ‘ডেভেলপমেন্ট’ তকমা।
Swastika Mukherjee: স্বস্তিকাকে বিকৃত ছবি ইমেল করে 'আরও খারাপ কিছু' করার হুমকি প্রযোজকের
এলিট প্যানেলে থাকা আম্পায়াররা আইপিএলের একটি ম্যাচ পরিচালনা করে ১ লক্ষ ৯৮ হাজার টাকা পান। এ ছাড়া, প্রতি ম্যাচে তাঁদের উপরি পাওনা প্রায় সাড়ে ১২ হাজার টাকা। আইপিএলের সব ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলে এক এক জন আম্পায়ার এই টুর্নামেন্ট থেকে ৪০ লক্ষ টাকা রোজগার করতে পারেন।
ডেভেলপমেন্ট আম্পায়াররা আইপিএলের এক একটি ম্যাচ পরিচালনা করে ৫৯ হাজার টাকা বেতন পান। এই আম্পায়াররা প্রতি ম্যাচে নিয়মিত থাকেন না। উপরি আয়ও নেই।
বেশ কিছু বিজ্ঞাপনী সংস্থার পোশাক পরে তাঁদের কাছ থেকে প্রচারের জন্য টাকা পান আম্পায়াররা। ১৪তম মরসুমে স্পনসরর পেটিএম-এর তরফে প্রতি আম্পায়ারকে ৭ লক্ষ ৩৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছিল।