রেসলিং ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই দায়ের হয়েছে দুটি FIR। এদিকে এখনও যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাচ্ছেন কুস্তিগিররা। এমতাবস্থায়, বিজেপি নেতা তথা WFI ব্রিজভূষণ এরমধ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন। তাঁর দাবি, তিনি নির্দোষ। এটা কংগ্রেস, কিছু শিল্পপতিদের আন্দোলন, কুস্তিগীরদের নয়’। ব্রিজভূষণ, আইনেত উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান, 'মানুষের ভোটে আমি এমপি হয়েছি ভিনেশ ফোগাটের কারণে আমি এমপি হই নি’।
Gujarat Titans vs KKR: ঘরের মাঠে বাদ উমেশ ও জেসন, টসের পর বৃষ্টিতে থমকে খেলা
এদিকে, কুস্তিগীরদের হয়ে ব্রিজভূষণের মন্তব্যের বিরুদ্ধে সাক্ষী মালিক জানান, তাঁরা কোনও রাজনৈতিক দল সমর্থন করেন না। এদিকে আজই কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, প্রশ্ন তুললেন কেন বাঁচানো হচ্ছে ব্রিজভূষণ সিংকে? আজ সপ্তম দিনে পড়ল তাঁদের আন্দোলন।