হাই-ভোল্টেজ আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেলেও গুজরাট টাইটান্সের সাই সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের ইনিংস ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে গেঁথে গিয়েছে। গুজরাট টাইটান্সের ২১ বছর বয়সী ব্যাটার তাঁর ইনিংসের সমস্ত কৃতিত্ব দিচ্ছেন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।
২০২২ সালের আইপিএল জয়ী দলের অধিনায়ককে নিয়ে সাই সুদর্শন বলেন, "হার্দিক পান্ডিয়ার মতো অধিনায়কের নেতৃত্বে খেলা একটা আশীর্বাদ। তিনি সবসময় আপনাকে নিজের মতো করে নিজের খেলাটা খেলার সমস্ত পরিসর তৈরি করে দেবেন। আত্মবিশ্বাস জুগিয়ে যাবেন সর্বদা। আপনার পারফরম্যান্স যেমনই হোক না কেন, এমন অধিনায়ক সবসময়ই আপনার পাশে থাকবেন"।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত আইপিএলে ৮ ম্যাচ খেলে ৩৬২ রান করেন সাই সুদর্শন। গড় ৫১.৭১।