আইপিএল-এ একধিক দলের হয়েই নজর কেড়েছিলেন। অবশেষে এশিয়ান গেমসে প্রথম দেশের জার্সিতে খেলার সুযোগ এল তরুণ ক্রিকেটার সাই কিশোরের। প্রথম টিম ইন্ডিয়ার জার্সি গায়ে জড়াতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন। গ্যালারিতে তখন বাজছে জাতীয় সঙ্গীত, ঠোঁট মেলাতে গিয়ে বাঁধ মানল না চোখের জল।
এশিয়াডে নেপালের বিরুদ্ধে ছিল সাই কিশোরের অভিষেক ম্যাচ। খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়ামজুড়ে বেজে উঠল জাতীয় সঙ্গীত, তাতেই গলা মেলাতে গিয়ে আনন্দাশ্রু ঝরল চোখ বেয়ে। অনেক অপেক্ষা, অনেক লড়াই-এর পর স্বপ্ন যে সত্যি হওয়ার মুখে।
Asian Games 2023: যশস্বীর সেঞ্চুরি, রিঙ্কুর ঝোড়ো ইনিংস, নেপালকে হারিয়ে শেষ চারে ভারত
কিশোরের কান্না দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা।