ম্যাচ কমিশনারের ভুল সিদ্ধান্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ভারত বনাম বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মহিলা সাফ কাপের ফাইনালে। মাঠে বোতলবৃষ্টি করলেন দর্শকরা৷ পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হল।
ফাইনালে প্রথমে গোল করে এগিয়ে যায় ভারত। ম্যাচের শেষ দিকে সমতা ফেরায় বাংলাদেশ। অতিরিক্ত সময়েও খেলার নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও দুদলের সকলেই গোল করেন। ফলে ম্যাচের মীমাংসা হয় না৷ এরপর রেফারি টস করার সিদ্ধান্ত নেন। টসে জেতে ভারত। ভারতীয় ফুটবলাররা উৎসব করতে শুরু করেন। এতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশীরা। দর্শকরা মাঠে বোতলবৃষ্টি শুরু করেন।
Shiv Sena Leader Shot Dead: ফেসবুক লাইভ চলাকালীন শিবসেনা নেতাকে গুলি করে খুন, আত্মঘাতী আততায়ীও
কিছুক্ষণ পরে ভুল বুঝতে পারেন রেফারি ও ম্যাচ কমিশনার। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, টাইব্রেকারেও ফলাফলের নিষ্পত্তি না হলে সাডেন ডেথ হওয়ার কথা। কিন্তু একবার জয়ী ঘোষণা হওয়ার পর ভারতীয় দল আর মাঠে নামতে অস্বীকার করে। প্রথমে বলা হয়, আধ ঘণ্টার মধ্যে ভারত মাঠে না নামলে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে দুদলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।