IPL 2022, RR vs RCB: কে উঠবে আইপিএল ফাইনালে, রাজস্থান না আরসিবি, নির্ধারিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

Updated : May 26, 2022 21:27
|
Editorji News Desk

ইডেনে আইপিএলের (IPL 2022) প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজিত হয় লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। কোন দল খেলবে আইপিএল ফাইনালে (IPL Final) গুজরাট টাইটান্সের বিরুদ্ধে? আরসিবি না রাজস্থান রয়্যালস? তা নির্ধারিত হবে শুক্রবারের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে। খেলাটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 

তাদের আগের ম্যাচে ২০ ওভারে দুর্দান্ত ১৮৮ রান তুলেও জিততে পারেনি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। হারিয়েছিল ৬ উইকেট। অসামান্য ব্যাট করেছিলেন জস বাটলার। খেলেছিলেন ৮৯ রানের একটি ঝকঝকে ইনিংস। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) করেছিলেন ৪৭ রান। পরে গুজরাটের হয়ে ব্যাট করতে নেমে শুভমন গিল ও ম্যাথু ওয়েড দুজনেই খেলেন ৩৫ রানের ইনিংস। গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন অপরাজিত ৪০ রান। ডেভিড মিলার করেন অপরাজিত ৬৮। শেষ ওভারে মিলারের তাণ্ডবে তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে গিয়েছিল গুজরাট।

আরও পড়ুন: হাওড়ার পরে বাগদা, এবার টোটোচালকদের সঙ্গে পালালেন একই পরিবারের দুই গৃহবধূ

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচজুড়ে নিজেদের দাপট বজায় রেখে জয়লাভ করে আরসিবি। প্রথমে ব্যাট করে রজত পতিদারের অসামান্য অপরাজিত ১১২ রানের সুবাদের ৪ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান। পরে লখনউয়ের হয়ে অধিনায়ক কে এল রাহুল করেন ৭৯ রান। তবে, সেই ইনিংস মাঠে মারা যায়। ১৪ রানে ম্যাচটি হারে লখনউ। 

প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে রাজস্থান ও ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছে ২৪ বার। আরসিবি জিতেছে ১৩'টি ম্যাচ। রাজস্থানের ঝুলিতে রয়েছে ১১'টি জয়। এই দুই দলের শেষ পাঁচটি ম্যাচে আরসিবি'র জয় ৪'টি ম্যাচে। রাজস্থান জিতেছে মাত্র একটিতে। চলতি আইপিএলে যে দু'বার মুখোমুখি হয়েছে এই দুই দল, তার মধ্যে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ।

IPL 2022RRRCB

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও