চেলসির মালিক রোমান আব্রামোভিচ ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানিয়েছেন, চেলসি বিক্রির টাকা দিয়ে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine Russia crisis) ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থসাহায্য করবেন। ২০০৩ সালে বিপুল অঙ্ক দিয়ে চেলসি কিনেছিলেন আব্রামোভিচ (Roman Abramovich)।
ইউক্রেনের (Ukraine) সঙ্গে রাশিয়ার (Russia) যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিনের দেশের বিরুদ্ধে চলে গেছে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ। খেলার জগতের অধিকাংশ দল কিংবা অ্যাথলিটরা রাশিয়ানদের বিরুদ্ধে খেলতে অস্বীকার করছেন। ফিফা (FIFA) নির্বাসিত করেছে রাশিয়াকে। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (Champions league final) রাশিয়া থেকে সরানো হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল হচ্ছে ক্রমশ। দলে যাতে এর কোনও প্রভাব না পড়ে তাই হয়তো চেলসি বিক্রি করে দিতে চাইছেন রোমান আব্রাহামোভিচ। এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।
আমেরিকার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও পুতিনের (Vladimir Putin) আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে রুশ ব্যবসায়ী সংস্থার টিকে থাকা কার্যত কঠিন। তার জেরেই হয়তো এই সিদ্ধান্ত আব্রামোভিচের (Roman Abramovich) বলে মনে করছে ওয়াকিবহালমহল।