কথায় বলে 'Every Dog Has A Day', অর্থাৎ প্রত্যেকেরই একটা না একটা দিন আসে। আর সেই দিনটা নিয়ে আসতে লাগে অজস্র রক্তজল করা পরিশ্রম ঘাম। ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বিশ্বজুড়ে 'হিটম্যান'এর ভক্তের সংখ্যা। তিনি মাঠে নামলেই ভারতীয়রা বুকে বল পায়। এই মুহূর্তে ২১৪ কোটির মালিক তিনি। এই কথা কম বেশি সকলেই জানেন। কিন্তু যেটা জানেন না, সেই লড়াইয়ের কথাই তুলে ধরলেন রোহিতের সতীর্থ প্রজ্ঞান ওঝা। এক সাক্ষাৎকারে, হিটম্যানের প্রশংসা করে তিনি জানান এক সময় বাড়িতে বাড়িতে দুধ দিতেন রোহিত, কেবলমাত্র ক্রিকেটের কিট কিনবেন বলে।
KKR App: রাসেলের সঙ্গে জিম বা জার্সিতে নিজের নাম, ভক্তদের সব ইচ্ছেপূরণ করবে KKR-এর ‘নাইট ক্লাব’
প্রজ্ঞান আরও জানান, যখন রোহিত অনূর্ধ্ব-১৫ জাতীয় শিবিরে খেলছেন তখন থেকেই তাঁকে চেনেন। তখন রোহিত মধ্যবিত্ত পরিবারের ছেলে। রোহিতকে নিয়ে গর্ব করে তিনি আরও জানান, 'আমি ওর বিরুদ্ধে খেলে ওর উইকেটও নিয়েছি। রোহিত টিপিকাল বোম্বের ছেলে ছিল। খুব বেশি কথা বলত না। কিন্তু খেলায় ছিল সেই আগ্রাসন। আমি এটা ভেবেও অবাক হয়েছিলাম যে, একে-অপরকে সেভাবে চিনিও না, তাও কী করে রোহিত এরকম আগ্রাসী হতে পারে আমার সামনে! কিন্তু আমাদের বন্ধুতা ধীরে ধীরে গড়ে ওঠে। '