শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে এমন এক রেকর্ড করলেন রোহিত শর্মা, যা তিনি খুব শীঘ্রই ভুলে যেতে চাইবেন! আইপিএলে 'এল ক্ল্যাসিকো' বলে খ্যাত এই ম্যাচে শূন্য রানে আউট হয়ে গেলেন 'হিটম্যান'। আর এর ফলে, আইপিএলের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে সবথেকে বেশি শূন্য রান করার 'রেকর্ড' চলে গেল রোহিতের দখলে। আইপিএলে মোট ১৬বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা।
চেন্নাই ম্যাচের আগে আইপিএলের ইতিহাসে মোট ১৫বার শূন্য রানে আউট হওয়ার নজির ছিল রোহিত শর্মা ছাড়াও আরও ৩ জনের। সেই তিনজন হলেন- দীনেশ কার্তিক, মনদীপ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। চেন্নাইয়ের বিরুদ্ধে খাতা খুলতে না পারায় এই তিনজনকেই টপকে গেলেন রোহিত শর্মা। তৈরি হল এই লজ্জার রেকর্ড।