কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের পর পিচ নিয়ে আইসিসি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত জানিয়েছেন, এরপর যেন ভারতীয় পিচ নিয়ে কোনও কথা বলা না হয়। এসবের মাঝেই T20 ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে থামিয়ে দেন রোহিত।
শুক্রবারই T20 সিরিজের দলঘোষণা। তার আগে T20 ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে রোহিতকে প্রশ্ন করা হয়। রোহিত ওই সাংবাদিককে পাল্টা বলেন, মাথা খাটানোর প্রয়োজন নেই। কেপটাউন টেস্টের দিকে নজর দিন।
আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ। সেই সিরিজে বিরাট কোহলি আর রোহিত শর্মা থাকবেন কিনা, তা নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা চলছে। সূত্রের খবর, দুজনেই বোর্ডকে T20 খেলার ব্যাপারে বার্তাও দিয়েছেন।