সেমিফাইনালে এসে ফাইনালে উঠতে না পারার যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে টিম ইন্ডিয়াকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। ভারত অধিনায়ককে সান্ত্বনা দিতে দেখা গেল কোচ রাহুল দ্রাবিড়কে। বেশ খানিকক্ষণ মাথা নিচু করে ডাগআউটে বসে থাকতে দেখা গেল তাঁকে।
সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পর চোখের জল ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা।তাঁকে শান্ত করতে রীতিমতো বেগ পেতে হল ঋষভ পন্থকে।
রোহিতকে বসে থাকতে দেখে তাঁর কাছে আসেন দ্রাবিড়। রোহিতের পিঠে হাত রেখে তাঁকে সান্ত্বনা দেন কোচ। কান্না থামলেও ক্যামেরার ঝলকানি তাঁর দিকে পড়লেই দেখা গিয়েছে, রোহিতের চোখ চিকচিক করছে।
বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের সেমিফাইনাকে ভারতকে কার্যত উড়িয়ে দিল ইংল্যান্ড। ১০ উইকেটে হারতে হত টিম ইন্ডিয়াকে।
বিরাট কোহলি, রোহিত শর্মাদের মন্থর ব্যাটিং, তার উপর বোলারদের শোচনীয় ব্যর্থতা- ইংল্যান্ডের সামনে কার্যত দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। পাকিস্তানের সঙ্গে ফাইনালের স্বপ্ন কার্যত চুরমার করে দিলেন ইংল্যান্ডের দুই ওপেনিং ব্যাটার।
তিরিশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড। ১৯৯২ সালে এই মেলবোর্নেই কাপ জিতেছিলেন ইমরান খান। রবিবার সেই মেলবোর্নেই কি বাবারের হাতে কাপ উঠবে?