বিশ্বরেকর্ড গড়েছেন রোহন বোপান্না । তাঁকে ঘিরেই এখন সব মহলে চলছে জোর চর্চা । ৪৩ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন । সবথেকে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড তাঁর ঝুলিতে । তবে জানেন কি বিশ্বরেকর্ড করে কত টাকা পুরস্কার পেলেন এই 'টেনিস বুড়ো' ?
পুরস্কার মূল্য বাবদ কোটি টাকা ঢুকেছে বোপান্নার অ্যাকাউন্টে । পুরুষদের ডাবলসে জয়ী বোপান্না-এবডেন জুটিকে পুরস্কৃত করা হয়েছে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা । যার মধ্যে অর্ধেক টাকার মালিক বোপান্না । জানা গিয়েছে, 'টেনিস বুড়ো' গ্র্যান্ড স্লাম জিতে প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা জিতেছেন ।
বিগত দিনে টানা পাঁচটি ফাইনালে হেরেছিলেন রোহন বোপান্না-এবডেন। কিন্তু অস্ট্রেলিয়া ওপেনে তার আঁচ পড়েনি ছিটেফোঁটাও । ইতালিয়ান জুটি সিমোনে বোলেল্লি, আন্দ্রেয়া ভাবাসোরিয়াকে ৭-৬, ৭-৫ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নতুন ইতিহাস গড়লেন । ভক্তদের উদ্দেশে ভালোবাসা জানিয়েছেন বোপান্না । ধন্যবাদ জানিয়েছেন সঙ্গী এবডেন ও কোচিং দলকে । তাঁর কথায়, সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ কখন সময় বদলাবে তা কেউ জানে না।