ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ (Rishabh Pant)। মুম্বইয়ের হাসপাতালে ভর্তি আছেন। বোর্ড জানিয়েছে, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে না নামলেও চুক্তির পারিশ্রমিক দেওয়া হবে ঋষভ পন্থকে। বোর্ডের এই সিদ্ধান্তে খুশি ক্রিকেটপ্রেমীরাও।
Rishabh Pant Health Update: মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার ঋষভ পন্থের, বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা
বেশ কিছু মাস যে তিনি ক্রিকেট মাঠের ধারেকাছে যেতে পারবেন না। জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে BCCI, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি পন্থ। তাঁর হাঁটুর অপারেশন হয়েছে। কিন্তু আইপিএলে খেলতে না পারলেও, সমস্যা নেই। তাঁর পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ।