ব্যাট করছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তার সঙ্গেই সাজিয়ে দিচ্ছেন বাংলাদেশের ফিল্ডিং-ও! স্টাম্প মাইকে ধরা পড়ল বাংলাদেশের (IND vs BAN) অধিনায়কের উদ্দেশে তাঁর হালকা গলায় বলা 'উপদেশ'-ও! চিপকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের এই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। প্রথম টেস্টে টিম ইন্ডিয়া কার্যত ছেলেখেলা করেছে টাইগার্সদের নিয়ে। শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগেও রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং রীতিমতো হেলায় উড়িয়ে দিল বাংলাদেশকে। এর মধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ভারতীয় ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ ঋষভ পন্থের। দ্বিতীয় ইনিংসে ১২৮ বলে তাঁর ঝকঝকে শতরান ভারতের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঠিক কী ঘটেছিল ওই সময়?
প্রথম টেস্টের তৃতীয় দিনে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম (IND vs BAN) সাক্ষী থাকল এই বিরল দৃশ্যের! যেখানে ক্রিজে থাকা ব্যাটসম্যানই সাজিয়ে দিচ্ছেন তাঁর জন্য ফিল্ডিং! আর, তাঁর সাজানো ফিল্ডিং (Rishabh Pant) নিয়ে পরামর্শ মেনেও নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পন্থ আঙুল দিয়ে মিড-উইকেটের দিকে ইশারা করে কিছু বললেন। স্টাম্পের মাইকে শোনা গেল, পন্থ বলছেন, 'এখানে একজন ফিল্ডার (লাগবে)।' অমনি নির্দ্বিধায় সেই উপদেশ মেনে নিয়ে শান্ত সেখানে ফিল্ডার মোতায়েন করে দিলেন। নেটিজেনদের কেউ কেউ এই দৃশ্য দেখে রীতিমতো ব্যঙ্গ করে বলেছেন, 'দু'দেশের জনতার মধ্যে সোশ্যাল মিডিয়ায় যতই ঝামেলা থাকুক, মাঠে যেন একে অপরের দাদা আর ভাই'!
উল্লেখ্য, চিপকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়ল রোহিত ব্রিগেড। টাইগারদের ২৮০ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া (India Wins)। এই ম্যাচ জিতে টেস্ট ক্রিকেটে নিজেদের হারের সংখ্যাকে ছাপিয়ে গেল ভারতীয় দল।
১৯৩২ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৫৮০ টি টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে ভারত ১৭৮ টি ম্যাচে হেরেছিল। আর ড্র হয়েছিল ২২২ টি ম্যাচে। আর জিতেছিল ১৭৮ ম্যাচে। এই ম্যাচের ফলাফলের নিরিখে জয়ের সংখ্যায় নিজেদের হারের সংখ্যাকে ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া।
এছাড়াও, বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও সকলের উপরেই থাকল টিম ইন্ডিয়া। কারণ ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে সাতটি ম্যাচে জয় এসেছে। আর ড্র হয়েছে মাত্র একটি ম্যাচ।
চিপকে জয়ের ফলে ভারত পেয়েছে ১২ পয়েন্ট। ফলে মোট ৮৬ পয়েন্ট নিয়ে তালিকা শীর্ষে চলে এসেছে রোহিত ব্রিগেড। ভারতের পরেই রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এরপর এই দুই দেশের বিরুদ্ধেই টেস্ট খেলবে ভারত। অন্যদিকে এই ম্যাচ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছে তালিকার ছয় নম্বরে।