ধীরে ধীরে সুস্থ হচ্ছে ঋষভ পন্থ। অস্ত্রোপচারের চারদিন পর প্রথমবারের মতো এই ভারতীয় উইকেটরক্ষক ওয়াকারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ান। শুক্রবার এমনটাই জানায় হাসপাতাল। চিকিৎসকদের মতে, নিজের পায়ে না দাঁড়াতে পারলেও এই ঘটনা যথেষ্ট আশাপ্রদ। তবে এখনও এক সপ্তাহ হাসপাতালেই থাকতে হবে তাঁকে। ওয়াকারে ভর করে ধীরে ধীরে হাঁটানোর চেষ্টা করা হবে পন্থকে।
হাসপাতাল সূত্রে খবর, ছাড়া পাওয়ার পর কড়া নিয়মকানুনের পাশাপাশি রিহ্যাবে থাকতে হবে ভারতের এই তারকা উইকেটরক্ষককে। মানতে হবে ডায়েট, চিকিৎসকদের সমস্ত পরামর্শ। পাশাপাশি, নিয়ম মেনে ট্রেনিং চালিয়ে যেতে হবে। চিকিৎসকদের মতে, পন্থের চোট অনুযায়ী সম্পূর্ণ সেরে উঠতে এখনও অন্তত চার থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।
আরও পড়ুন-