ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) । চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি । দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার ফলে ঋষভের (Rishabh Pant Health) কপালে যেখানে গভীর ক্ষত তৈরি হয়েছিল, সেখানে অস্ত্রোপচার করা হয়েছে । বাঁদিকের ভুরুর উপরে প্লাস্টিক সার্জারি হয়েছে ।
৩০ ডিসেম্বরই উত্তরাখণ্ড থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন পন্থ । বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন তিনি । শনিবার দিল্লি অ্য়ান্ড ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র তরফে একটি প্রতিনিধি দল পাঠানো হয় হাসপাতালে । তাঁরাই জানিয়েছেন,ভাল রয়েছেন ঋষভ পন্থ । সম্প্রতি, জল্পনা শুরু হয় যে, এয়ারলিফ্ট করে ঋষভকে দিল্লিতে আনা হতে পারে । তবে,এখনই সেরকম কিছু হচ্ছে না বলে জানা গিয়েছে । এই বিষয়ে পারিবারিক বন্ধু উমেশ কুমার জানালেন, পন্থকে এখনই অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। ওর অবস্থা আগের থেকে সামান্য উন্নতি হয়েছে ।
উল্লেখ্য, শুক্রবার রাতে ঋষভ পন্থের মস্তিষ্কের ও শিরদাঁড়ার এমআরআই করানো হয়। সেই রিপোর্ট স্বাভাবিক । গোড়ালি ও হাঁটুতে ব্যথা ও ফুলে যাওয়ার জন্য শুক্রবার এম আর আই করানো হয়নি । ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা মনে করছেন, পন্থের ডান হাঁটুতে আঘাত লেগেছে। লিগামেন্টেও আঘাত রয়েছে । গোড়ালির লিগামেন্টেও চোট লেগেছে ।