দুর্ঘটনার কবলে পড়েছেন ঋষভ পন্থ (Rishav Pant)। কোনও মতে বেঁচে ফিরেছেন ভারতের উইকেটকিপার। কিন্তু এই প্রথম নয়। জোরে গাড়ি চালানোর কারণে এর আগেও সমস্যার সম্মুখীন হয়েছেন ঋষভ (Rishav)। চলতি বছরেই দু'বার তাঁর বিরুদ্ধে জোরে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করেছে পুলিশ।
যে মার্সিডিজ়ে চড়ে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন পন্থ। সেই গাড়ির বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি। রাত ১১.৩০ নাগাদ জোরে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভাঙেন পন্থ। পুলিশ তাঁকে ২০০০ টাকা জরিমানা করে। পরে পন্থকে বিজ্ঞপ্তি পাঠিয়ে জরিমানার টাকা শোধ দেওয়ার অনুরোধও করা হয়। আজও পর্যন্ত সেই জরিমানা দেননি পন্থ।
আরও পড়ুন- শুক্রবার রাতেই প্লাস্টির সার্জারি, এখন কেমন আছেন ঋষভ পন্থ ?
মাস কয়েক পরে ২৫ মে বিকেল ৫টা নাগাদ ফের ট্র্যাফিক আইন ভাঙেন পন্থ। দিল্লির রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে ফের তাঁকে ২০০০ টাকা জরিমানা করা হয় এবং সেই টাকাও এখনও পর্যন্ত শোধ করেননি পন্থ।