দেশের জার্সি পরে যেদিন তিনি প্রথম মাঠে নামবেন, সেদিন জল আসবেই চোখে। জাতীয় দলে ডাক পাওয়ার পর একথা জানালেন আইপিএলে কেকেআর-এর তারকা (KKR) তথা ৫ বলে ৫ ছক্কার নায়ক রিঙ্কু সিং (Rinku Singh)।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। দলে সুযোগ পেয়েছেন রিংকু। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এমনিতে তাঁর মন বেশ শক্ত। তবে তিনি আবেগপ্রবণও বটে। প্রথমবার যখন ভারতের জার্সি গায়ে চাপাবেন, তখন তাঁর চোখে জল এসে যাবে। কারণ টিম ইন্ডিয়ায় ডাক পাওয়ার এই সফরটি ছিল বড্ড দীর্ঘ।
Dubrajpur Wedding: ২৫ জনের বদলে কেন ৩০ জন কনেযাত্রী! মারামারি করে গ্রেফতার বর-সহ বরপক্ষের ৪
রিঙ্কু জানিয়েছেন, তিনি ভবিষ্যৎ নিয়ে বেশি ভেবে নিজেকে চাপে ফেলতে চান না। এই সাফল্যের জন্য তাঁর থেকেও তাঁর বাবা-মা, পরিবারের সদস্যরা বেশি খুশি হবেন। কারণ তাঁরাও দীর্ঘদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন।