২০২২ সালের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী রিকি পন্টিং। টুর্নামেন্টের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ভারত, এমনটাই মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়া যে তাঁদের গতবারের সেরার শিরোপা এই বছরেরও অক্ষুণ্ণ রাখবে, সেই ব্যাপারেও আশাবাদী পন্টিং। যদিও, ৪৭ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটার টুর্নামেন্টের ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। সাদা বলে ইংরেজদের প্রবল দক্ষতার কথা মাথায় রাখছেন তিনি।
আইসিসি রিভিউতে পন্টিং বলেন, "খাতায়কলমে যে তিনটি দলকে সবথেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, তারা হল- ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড'। যদিও, পাকিস্তান দলকে নিয়ে তত আশা নেই পন্টিংয়ের। তাঁর মতে, বাবর আজম ফর্মে না থাকলে পাকিস্তানের পক্ষে এই টুর্নামেন্টে ভাল কিছু করা খুব কঠিন।