ম্যাচের প্রথমার্ধে। কিংবা প্রথমার্ধে বললে ভুল হবে। প্রথম ১০ মিনিটেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১ গোলে এগিয়ে যায় ব্রাজিল (Football World Cup in Qatar)। আর তারপর থেকেই অন্য ছন্দে দেখা যায় ব্রাজিলকে (Brazil)।
মাঠের মধ্যেই সাম্বার (Samba Dance) স্টেপে পা মেলান ফুটবলাররা। বাদ যান না কোচ তিতে। দল তিন গোলে এগিয়ে জেতেই সদা 'গম্ভীর' কোচকেও দেখা যায় সাম্বার স্টেপে পা মেলাতে। আর এই গোটা কর্মকাণ্ডের কারিগর রিচার্লিসন (Richarlison)।
গোল করার পর তিনিই প্রথম এই নাচের ভঙ্গিতে সেলিব্রেট করেন। তাঁর সঙ্গে পা মেলান নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস পাকুয়েতারা। কিন্তু এখানেই শেষ না সতীর্থ, কোচ ছাড়াও তিনি সাম্বার স্টেপ শেখালেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের তারকা রোনাল্ডো নাজারিওকেও। একটি ভিডিয়োতে দেখা যায় টিচার রিচার্লিসনের থেকে সাম্বা শিখছেন রোনাল্ডো (Ronaldo)। যা মন কেড়েছে ফুটবলপ্রেমীদের।
আরও পড়ুন- কাতার বিশ্বকাপে অভিনব রেকর্ড ব্রাজিলের