তাঁকে ঘিরে জমেছিল প্রত্যাশার পাহাড়, সকলেই আশাবাদী ছিলেন, দলকে জেতাবেন রিচা ঘোষ। কেরিয়ারের প্রথম শতরানের কাছে পৌঁছেও গিয়েছিলেন, মাত্র ৪ রানের জন্য স্বপ্ন অধরা থাকল। ৯৬ রানে আউট হলেন বাংলার ক্রিকেটার। হতাশায় ব্যাট আছড়ে ফেলেন মাঠেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করতে নেমে রিচা ৯৬ রানের মাথায় সাদারল্যান্ডের বলে আউট হলেন। হতাশায় মাঠেই ব্যাট আছড়ে ফেললেন বাংলার মেয়ে। সাজঘরে অবশ্য বাকি সতীর্থেরা হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। নেমে আসেন কোচ অমল মজুমদারও। সবাই মিলে রিচাকে শান্ত করেন।
West Bengal Weather Update: বছরের শেষদিনেও অকাল বসন্ত! উধাও শীত, কেমন থাকবে নতুন বছরের আবহাওয়া?
রিচার আউট হওয়ার পরেই খেই হারায় ভারত। শেষ পর্যন্ত ৩ রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারল ভারত।