শুক্রবার ব্রেবোর্ন স্টেডিয়ামে চলতি আইপিএলে (IPL 2022) দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস (PBKS) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। এই মুহূর্তে ১২টি ম্যাচ খেলে তার মধ্যে ৭'টি ম্যাচে জিতে লিগ টেবিলে (IPL League Table) ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আরসিবি। বড় কোনও অঘটন না ঘটলে ফাফ দুপ্লেসির নেতৃত্বাধীন আরসিবি (RCB) যে প্লে-অফে পৌঁছবেই, তা নিয়ে প্রায় নিশ্চিত বিশেষজ্ঞরা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেলে তাদের প্লে-অফে পৌঁছনোর পথ আরও সুগম হয়ে উঠবে। আবার, ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন পাঞ্জাবের কাছে আরসিবি'র হার মানেই অন্যান্য দলগুলির জন্য প্লে-অফের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন: ওয়ার্নার ও মার্শের ব্যাটিং তাণ্ডবে বড় জয় দিল্লির, ৮ উইকেটে হার রাজস্থাল রয়্যালসের
এই মুহূর্তে ১১'টি ম্যাচ খেলে ৫'টিতে জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বেশ তলার দিকে রয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। প্লে-অফে নিজেদের স্থান নিশ্চিত করতে হলে তাদের প্রতিটি ম্যাচেই জয় পেতে হবে এখন। যদিও, পরিস্থিতি যেরকম, তাতে পাঞ্জাব প্লে-অফে খেলতে পারবে না বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
এর আগে আইপিএলে (IPL 2022) মোট ২৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। পাঞ্জাব কিংস জিতেছে ১৬'টি ম্যাচ। অন্যদিকে, আরসিবি জয় পেয়েছে ১৩'টি ম্যাচে।
ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। টস হবে ম্যাচ শুরু হওয়ার ৩০ মিনিট আগে।