২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচের পর কী অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, তা নিয়ে মুখ খুললেন যশ দয়াল। ২০২৪ এর আইপিএলে তিনি খেলছেন আরসিবির হয়ে। গতবারের গুজরাত বনাম কলকাতার সেই ম্যাচটিতে যশ দয়ালের একটি ওভারে পাঁচটি ছয় মেরে রাতারাতি নায়ক হয়ে উঠেছিলেন কলকাতার রিঙ্কু সিং। অন্যদিকে, সেই একটি ওভারই 'ভিলেন' বানিয়ে দিয়েছিল যশকে।
সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন তিনি। জানালেন, ওই ম্যাচের পর তাঁর শুভানুধ্যায়ীরা তাঁকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট দেখা থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি। তাঁর কথায়, "বারবার আমাকে বারণ করা হয়েছিল, যাতে আমি সোশ্যাল মিডিয়া না খুলি। কিন্তু, আমি কিছুতেই মনটাকে দূরে রাখতে পারিনি। যার ফলে, সব বিষোদগার সব কটূক্তিই আমার চোখে পড়ত"।
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখে তিনি রীতিমতো অসুস্থও হয়ে পড়েছিলেন বলে জানান যশ দয়াল।
তারপর স্বাভাবিক জীবনস্রোতে কীভাবে ফিরে এলেন তিনি? এই প্রশ্নের উত্তরে তরুণ পেসার জানান, গোটা প্রক্রিয়া এবং নিজের উন্নতির দিকে লক্ষ্যকে স্থির করে রাখাই তাঁকে ফিরিয়ে এনেছে আবার।
উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটিতে আরসিবি'র হয়ে বল করে ৪ ওভারে ২৩ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন যশ দয়াল। যা দেখে উচ্ছ্বসিত আরসিবি'র ফ্যানেরাও।