শতরান করলেও তীব্র সমালোচনা হচ্ছে রবীন্দ্র জাদেজাকে নিয়ে। কারণ সেঞ্চুরি করতে গিয়ে সরফারজ খানকেই রান আউট করে দিলেন তিনি। আর এতেই মেজাজ হারালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিকে রানআউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই সমালোচনা করেছেন। যদিও এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেই সারফারজের কাছে ক্ষমা চাইলেন জাদেজা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন রবীন্দ্র জাদেজা। সেখানে তিনি লেখেন, "সারফারাজের জন্য খুবই খারাপ লাগছে। এটা আমার সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। খুব ভালো খেলেছে।"
অভিষেক টেস্টে খেলতে নেমে, ৬৬ বলে ৬২ রানে আউট হয়েছেন সরফরাজ। কিন্তু জাদেজার ভুলে রানআউট হতে হয় তাঁকে। যদিও নিজের ভুল নিজেই স্বীকার করে নিয়েছেন জাদেজা।