তাঁর ফ্ল্যামবয়েন্স আর রসিকতাবোধের কথা ক্রিকেটবিশ্বে বহু চর্চিত। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার তথা প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয়। সেখানে তাঁর নানা পোস্ট নিয়েও চর্চা লেগেই থাকে নেটিজেনের মধ্যে। এবার চর্চার কেন্দ্রে তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট। ওই পোস্টে নিজের ছবি শেয়ার করে রবি শাস্ত্রী ইংরেজিতে লেখেন- 'অ্যায়াম হটি, অ্যায়াম নটি, অ্যায়াম সিক্সটি'!
তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করার পরেই সেটি ভাইরাল হয়ে যায়। তারপর আরও দুটি ছবি শেয়ার করেন রবি। তাঁর পরনে একটি ড্রেসিংগাউন।
যদিও, এই ছবিগুলি ঠিক কী উদ্দেশ্য নিয়ে পোস্ট করা হয়েছে, তা কারও কাছেই স্পষ্ট নয়। তবে, কোনও কোনও মহলে জল্পনা, এটি রবি শাস্ত্রীর কোনও বিজ্ঞাপনী ক্যাম্পেনের অংশও হতে পারে।