'কোভিড নয়, ফ্লু' এই দাবি করেই রবি শাস্ত্রী (Ravi Shastri) জানালেন আগামী ৩-৪ দিনের মধ্যেই মাঠে ফিরবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রাক্তন ভারতীয় কোচের কথায়, "এখন সময় বদলে গিয়েছে। কোভিড আর নয়, এখন শুধু ফ্লু। কয়েকটা প্যারাসিটামল নিয়েই ও ঠিক সময়মত ভারত-পাকিস্তানের ম্যাচের সময় মাঠে ফিরে আসবে"।
উল্লেখ্য, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোভিড পজিটিভ হয়েছেন কয়েকদিন আগেই। গত বছর ম্যাঞ্চেস্টার টেস্টের আগে অন্যান্য কোচিং স্টাফদের সঙ্গে রবি শাস্ত্রীরও (Ravi Shastri) কোভিড হয়েছিল। যদিও, এই বিষয়টিকে বিশেষ পাত্তাই দিতে রাজি নন প্রাক্তন ভারতীয় কোচ। তিনি বলেন, তিনি ড্রেসিংরুমে থাকলে ভারত শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ওই পঞ্চম টেস্টটি খেলতই না, বরং জিতেও আসত!
আরও পড়ুন: মুক্তি পেল 'বিক্রম ভেদা'র টিজার, হৃত্বিক ও সেফ আলি খানের জুটিতে মাত সোশ্যাল মিডিয়া
স্টার স্পোর্টস আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে রবি শাস্ত্রী (Ravi Shastri) জানান যে, তিনি ৬ দিনের মাথায় ড্রেসিংরুমে ফিরে গিয়ে সমস্ত চিত্রটায় বদলে দিতে পারতেন। ভারত ওই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। যে টেস্ট চলতি বছরের জুলাই মাসে আয়োজিত হয় এবং ইংল্যান্ড জয়লাভ করে।