শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও নানা ধরনের শট খেলার জন্য পরিচিত আফগানিস্তানের রাশিদ খান। এবার, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচে তাঁর একটি শট দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। কী সেই শট, যা দেখে মেতে উঠলেন নেটিজেনরা? ম্যাচের ১৮-তম ওভারের শেষ বলে ফাইন লেগের উপর দিয়ে একটি ছক্কা মারেন রাশিদ খান। বোলার ছিলেন ব্যারি ম্যাকার্থি। এই শটটির নাম রাখা হয়েছে 'স্নেক শট'!
উল্লেখ্য, গত বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও একাধিকবার 'স্নেক শট' খেলেছিলেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। এই 'স্নেক শট'-এর কারণেই ১২ বলে ২৫ রান করে দলকেও ১০ রানে জিতিয়ে দেন আফগানিস্তানের এই তারকা।