ঋদ্ধিমান সাহা'র (Wriddhiman Saha) বিতর্কিত মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় ক্রিকেট দলের (Team India coach) প্রধান কোচ জানালেন, দেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যানকে (Wriddhiman Saha) তিনি শ্রদ্ধা করেন। তিনি আরও বলেন, সততা প্রাপ্য ঋদ্ধিমানের। আমি ওঁর মন্তব্যে কোনও আঘাত পাইনি।
তাঁর (Rahul Dravid) কথায়, ক্রিকেটারদের সঙ্গে মাঝেমাঝেই আমার বেশ জটিল কথোপকথন হত। প্রতিবারই যে আমার কথা তাঁদের ভাল লাগবে, তেমন প্রত্যাশা আমি করি না।
আরও পড়ুন: ঋদ্ধিমান সাহার টুইট নিয়ে তদন্ত শুরু, কড়া ব্যবস্থা নিতে পারে বিসিসিআই
প্রসঙ্গত, ঋদ্ধিমানের (Wriddhiman Saha comment on Rahul Dravid) ওই 'বিতর্কিত' মন্তব্যটিতে ইঙ্গিত ছিল, এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য 'পরামর্শ' দিয়েছিলেন রাহুল দ্রাবিড়।
বেশ কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। সময়টা খুব ভাল যাচ্ছে না তাঁর। রঞ্জি ট্রফি থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। আইপিএলে তাঁকে কিনেছে গুজরাট টাইটানস।