তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) উপর চটলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। খারাপ ব্যবহার। আর তার জন্য নিজের দলের ক্রিকেটারকেই মাঠ থেকে বের করে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীন।
রবিবার দলীপ ট্রফির ফাইনাল (Duleep Trophy) ম্যাচে নেমেছিল ওয়েস্ট জ়োন ও সাউথ জ়োন। পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। সেই টিমেই ছিলেন যশস্বী। ডাবল সেঞ্চুরি করেন যশস্বী। তাঁর ২৬৫ রানের ইনিংসে ভর করেই বড় রান তোলে ওয়েস্ট জ়োন। ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষের ব্যাটার রবি তেজাকে স্লেজ করছিলেন যশস্বী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সতর্ক করা হলেও তিনি শোনেননি তিনি। আম্পায়ারও বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। অধিনায়ক রাহানে তাঁকে বোঝাতে যান। কিন্তু অধিনায়কের সঙ্গেই পাল্টা তর্ক করেন যশস্বী। এরপরই মাঠ থেকে তাঁকে বের করে দেন রাহানে। সাত ওভার মাঠের বাইরে থাকেন তিনি।
আরও পড়ুন: আসছে ঝুলন গোস্বামীর বায়োপিক, অবসরের পর আবেগঘন পোস্ট অনুষ্কার
এদিন দলীপ ট্রফির ফাইনালে ২৯৪ রানে জেতে পশ্চিমাঞ্চল। ম্যাচের সেরা হন যশস্বী জয়সওয়ালই। ম্যাচের পর রাহানে জানান, প্রতিপক্ষ আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের প্রতি শ্রদ্ধা থেকেই এই কাজ করেছেন তিনি।