Ravichandran Ashwin: টেস্ট চলাকালীন সংজ্ঞাহীন মা, ড্রেসিংরুমের কথা শেয়ার করলেন রবিচন্দ্রন অশ্বিন

Updated : Mar 15, 2024 06:42
|
Editorji News Desk

ভারত-ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজে অসামান্য খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিমধ্যেই ১০০-তম টেস্ট খেলে ফেলেছেন তিনি। নিয়ে নিয়েছেন ৫০০ উইকেটও। ২০১১ সালে অভিষেক ঘটেছিল ভারতের তারকা অফস্পিনারের। ধরমশালায় শততম টেস্ট খেলেন। স্যাভেজ সিয়ারাম নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে এই পারফরম্যান্সের কথা পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।

তবে এই টেস্ট চলাকালীন মাঝপথেই তাঁকে ফিরে যেতে হয়েছিল তাঁর বাড়িতে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর মা। মা'র সংজ্ঞা হারানোর সংবাদ পেয়ে কিছুটা হলেও যে আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে, তার কথাও শেয়ার করেন তিনি।

রাজকোট টেস্ট চলাকালীন সেদিন ঠিক কী হয়েছিল বিস্তারিত জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'আমরা সেইদিনের খেলা শেষে ড্রেসিংরুমে ফিরে যাই। সেখানে আমাদের 'ডিব্রিফিং' শুরু হওয়ার কথা ছিল। তারপর আমাদের হোটেলের ঘরে ফেরার কথা। রোহিত, আমি এবং অন্যান্যরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ম্যাচের বিভিন্ন ঘটনা নিয়ে আমাদের কথা হচ্ছিল। এই সময়েই আমার খেয়াল হয়, বাড়ির কারও কাছ থেকেই আমার কাছে ফোন আসেনি! আমি ভেবেছিলাম ওঁরা হয়ত ব্যস্ত রয়েছে কোনও কারণে। আমি আমার স্ত্রীকে ফোন করার পরেই মায়ের সংজ্ঞা হারানোর খবরটি পাই'।

Ravichandran Ashwin

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও