Qatar World Cup France vs Denmark: ডেনমার্কের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ফুটছে ফ্রান্স

Updated : Dec 02, 2022 15:03
|
Editorji News Desk

শনিবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ডেনমার্ক। দোহা'র স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হচ্ছে এই দুই দল। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করেছেন ফরাসিরা। দলে এনগোলে কন্তে, পল পোগবা এবং ক্রিস্টোফার ন্কুনঙ্কু চোটের কারণে নেই। তাও প্রথম ম্যাচে ফরাসিদের বীরবিক্রম দেখে সে কথা বোঝে কার সাধ্যি! তা সত্ত্বেও, ডেনমার্কের ডিফেন্ডার আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে জানালেন, তাঁদের দল মোটেই কুঁকড়ে নেই। বরং, সেয়ানে-সেয়ানে লড়াই হবে বলেই অভিমত তাঁর।

তবে, দুর্ভাগ্য যেন ফ্রান্সের পিছু ছাড়ছে না! টুর্নামেন্ট শুরুর দিনই ফের এক ধাক্কা খেয়েছিল দিদিয়ের দেশঁ-এর দল। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন করিম বেঞ্জেমা। 

২০০৬ এর বিশ্বকাপে ব্রাজিলের পর ফ্রান্সই একমাত্র দল যারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের বছরের বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়লাভ করল। 

অন্যদিকে, আরও একটি পরিসংখ্যান জানাচ্ছে, এর আগে মাত্র চারবার আগেরবারের বিশ্বচ্যাম্পিয়নরা পরেরবার বিশ্বকাপ খেলতে নেমে পরপর দুটো ম্যাচে জয় পেয়েছে!

অন্যদিকে আবার 'ড্যানিশ ডিনামাইট'-দের ফুটবলে সেই দিন গেলেও, চলতি বিশ্বকাপে ডেনমার্ক নিয়ে বেশ আশাবাদী বিশেষজ্ঞরা। চমক দেওয়ার মতো একাধিক রসদ রয়েছে ড্যানিশদের, এমনটাই অভিমত তাঁদের। প্রথম ম্যাচে তিউনিসিয়া'র সঙ্গে গোলশূন্য ড্র করে ডেনমার্ক। যার ফলে, এই ম্যাচে জয় পেলে ফ্রান্স সরাসরি চলে যাবে সেকেন্ড রাউন্ডে।

QatarFranceDenmarkFifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও