Qatar World Cup 2022: কাতারের সমুদ্র সৈকতে বিকিনি, জেল হতে পারে ক্রোট সুন্দরীর!

Updated : Dec 04, 2022 20:52
|
Editorji News Desk

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ কাতারে আয়োজিত হয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগে থেকেই শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক। বিশ্বকাপ শুরু হওয়ার পরেও রামধনু ব্যান্ড নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার চর্চায় বিকিনি। ক্রোয়েশিয়ার এক মডেল নাম ইভানা নল। এবারে আলোচনার কেন্দ্রে এই ৩০ বছরের ইভানা। কারণ তিনি সাহসী পোশাক পরে কাতারে ঘুরে বেরিয়েছেন। এমনকি সাহসী পোশাক পরে গ্যালারিতে বসে খেলাও দেখেছেন। আর তা নিয়েই অখুশি কাতার প্রশাসন।

একসময়ের লুকা মাদ্রিচের দেশে সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিলেন ইভানা। প্রতিবারই বিশ্বকাপের গ্যালারিতে তাঁকে দেখা যায়। এবারেও অন্যথা হয়নি। মরক্কোর বিরুদ্ধে ক্রোয়েশিয়ার ম্যাচে আল-বায়েত স্টেডিয়ামে তাঁকে দেখা গিয়েছিল আটোসাটো হুডিতে। ক্রোয়েশিয়ার পতাকা আঁকা এই পোশাকে দেখা গিয়েছিল তাঁর বক্ষ বিভাজিকা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই শুরু হয়েছে বিতর্ক। 

অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর পোশাক নিয়ে। এমনকি স্থানীয় সংস্কৃতির দোহাই দিয়েও অনেকেই মডেলের সমালোচনা করেছেন। কিন্তু সেসবে একেবারেই কান দেননি ইভানা। বরং তিনি দোহার সৈকতেও বিকিনি পরে ঘুরে বেড়িয়েছেন। আর মডেলের এই সাহসী পোশাক দেখেই অনুরাগীরা আশঙ্কা করছেন রক্ষণশীল কাতারের যা নিয়ম তাতে এমন পোশাক পরার জন্য জেলে যেতে হতে পারে ইভানাকে।

পোশাক নিয়ে কাতার প্রশাসন যথেষ্ট কড়া। বিশ্বকাপ শুরুর আগেই কাতার পর্যটন দফতর পোশাক নিয়ে সকলকে সতর্ক করেছিল। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল কাতারের সংস্কৃতির কথা মাথায় রেখে বেশি খোলামেলা পোশাক যেন না পরা হয়।

CroatiaFifa world cup 2022Qatar World Cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও