ব্রাজিলের হারের পর স্বভাবতই থমথমে ছিল গ্যালারির একাংশ, অন্যদিকে ক্রোয়েশিয়ার উচ্ছ্বাস ছিল দেখার মতো। এদিকে বিশ্বকাপের আবহে স্বল্পবসনা হয়ে গ্যালারি তথা স্টেডিয়ামে উষ্ণতা ছড়িয়ে শিরোনামে ছিলেন প্রাক্তন ‘মিস ক্রোয়েশিয়া’ ইভানা নল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনেই তাঁকে আটকাল কাতার পুলিশ।
অভিযোগ ব্রাজিল ক্রোয়েশিয়ার ম্যাচে মাত্রা ছাড়িয়েছিলেন ইভানা। পুলিশের দাবি, এর আগের সব ম্যাচেই ইভানা স্বল্প বসনা হয়ে এসেছিলেন। কিন্তু ব্রাজিল ক্রোটদের ম্যাচে তিনি একটি লাল অন্তর্বাস এবং শরীরে চাপা ফিনফিনে একটি প্যান্ট পরে উপস্থিত হয়েছিলেন। নিজের আসন থেকে বারংবার নেমেও আসছিলেন বলে অভিযোগ। সেই পোশাকে ক্রোয়েশিয়ার পতাকাও ছিল।
তাঁকে শেষে আটকাতে বাধ্য হয় পুলিশ। অনুরোধ করা হয় নিজ আসনে বসে যথাযথ পোশাক পরে খেলা দেখতে বলেন। পরে নিজের আসনে বসেই খেলা দেখেন তিনি। ২০১৮ সালেও সকলের মনে ঝড় তুলে ক্রোট সমর্থক হিসেবে উপস্থিত ছিলেন ইভানা। সেবার ফাইনাল অবধি পৌঁছয় ক্রোয়েশিয়া । শেষে যদিও ফ্রান্সের কাছে হেরে যায় তারা, সেই সময় ইভানা ঘোষণা করেছিলেন ক্রোয়েশিয়া ফাইনাল জিতলে তিনি সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে ক্যামেরার সামনে ধরা দেবেন।