রবিবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই উপলক্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভারতীয় দলের জয় কামনা করে রীতিমতো ব্যাট পুজো এবং যজ্ঞ করলেন টিম ইন্ডিয়ার ভক্তরা। গত ২ সেপ্টেম্বর এই দু'দলের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তাই রবিবারের ম্যাচ যাতে পুরোটা হয় এবং টিম ইন্ডিয়া জয় পায়, সেই উপলক্ষেই পুজো দিলেন ভক্তরা।
উল্লেখ্য, এশিয়া কাপের ম্যাচে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম। রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি দু দেশ। এদিনের ম্যাচে লোকেশ রাহুল এবং ইশান কিসান দু জনকে নিয়েই মাঠে নেমেছে ভারত। দলে ফিরেছেন জসপ্রীত বুমরা। পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, উইকেট দেখেই তিনি ভারতে ব্যাট করতে পাঠিয়েছেন।