তিন রহস্য স্পিনারকে কাজে লাগিয়ে কলকাতায় আইপিএলের (IPL 2023) ম্যাচে ঘুরে দাঁড়াল কেকেআর (KKR)। বিরাটের আরসিবিকে (RCB) ৮১ রানে হারিয়ে দিল নাইটরা । ইডেনের শাহরুখের উপস্থিতিতে বল হাতে ম্যাচের নায়ক বরুণ চক্রবর্তী । চার উইকেট নিলেন এই স্পিনার । অভিষেক ম্যাচে তিন উইকেট সুয়শ শর্মার । ১২৩ রানে গুটিয়ে গেল ডুপ্লেসির ব্যাঙ্গালোর ।
গত ম্যাচে মুম্বইকে দুরমুশ করে কলকাতায় এসেছিল আরসিবি । কিন্তু শার্দূল ব্যাটে তাঁদের সামনে বিরাট চ্যালেঞ্জ রেখেছিল । ২০৫ রান তাড়া করতে নেমে ৫ ওভারের মাথাতেই বিরাটকে হারায় আরসিবি । এরপরেই শুরু হয় ব্যাঙ্গালোরের পতন । ৮৬ রানের মধ্যেই ৮ উইকেট চলে যায় তাঁদের । এই ৮ উইকেট ভাগ করে নেন তিন স্পিনার মিলে ।
আরও পড়ুন, IPL 2023 KKR VS RCB : ইডেনে শার্দূল ঝড়, আরসিবিকে ২০৫ রানের টার্গেট কলকাতার
বৃহস্পতিবারের ইডেন গার্ডেন্সে বড় চমক উনিশ বছরের সুয়শ শর্মা । কলকাতার এই স্পিনার মাঠে নেমেছিলে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে । মাঝ ওভারে তিন উইকেট নিয়ে ব্যাঙ্গালোর ব্যাটিংকে ধসিয়ে দিলেন ১৯ বছরের এই তরুণ । এই বছরই তাঁকে কেকেআর-এর তরফ থেকে খুঁজে বার করা হয়েছে । যার প্রথম ম্যাচই ছিল এদিনের ইডেনে ।