সোমবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। প্লে-অফে পৌঁছনোর লড়াইতে রয়েছে এই দুই দলই। চলতি আইপিএলে ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের পারফরম্যান্স মোটের ওপর ভাল। ১২ ম্যাচ খেলে তারা এখনও পর্যন্ত জিতেছে ৬প্লে-অফে'টি ম্যাচ। এই মুহূর্তে রয়েছে লিগ টেবিলে সপ্তম স্থানে। তবে, এই জায়গা থেকে পাঞ্জাব কিংস তাদের পরের দুটি ম্যাচে জিতে গেলে তারা প্লে-অফেও পৌঁছে যেতে পারে।
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের পরিস্থিতিও খুব কিছু আলাদা নয়। ১২ ম্যাচ খেলে ৬ ম্যাচে জয় পেয়েছে তারা। রয়েছে লিগ টেবিলের পঞ্চম স্থানে। নেট রানরেটে পাঞ্জাবের থেকে এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে পৌঁছনোর জন্য যা তাদের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।
আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত মোট ২৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। পাঞ্জাব কিংস জিতেছে ১৫ বার। দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে ১৪'টি ম্যাচে।