এক সেকেন্ডের ১০০০ ভাগের ৫ ভাগ ঠিক কতক্ষণ সময়? এই অতি সামান্য সময়ের ব্যবধানে নিকটবর্তী প্রতিযোগীকে হারিয়ে অলিম্পিকের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলেস। তিনি এবং জামাইকার কিশানে থমসন দুজনেই দৌড় শেষ করেন ৯.৭৯ সেকেন্ডে। তারপর শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। তাতে দেখা যায় বিশ্বচ্যাম্পিয়ন লাইলেস দৌড় শেষ করেছেন ৯.৭৯ (.৭৮৪) সেকেন্ডে এবং থমসন শেষ করেছেন ৯.৭৯ (.৭৮৯) সেকেন্ডে। ফলে মার্কিন দৌড়বিদকে জয়ী বলে ঘোষণা করা হয়৷
ফটো ফিনিশ বললেও বোধহয় কম বলা হয়। এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই ফ্রেড কার্লে। তিনি দৌড় শেষ করেছেন ৯.৮১ সেকেন্ডে।
অলিম্পিকে সোনা জিতে লাইলেস জানিয়েছেন, এটিই তাঁর জীবনের শ্রেষ্ঠতম মূহুর্ত। এর চেয়ে সুন্দর আর কিছু হতেই পারে না। আধুনিক অলিম্পিকের ইতিহাসে এত 'ক্লোজেস্ট' জয় আর কেউ পাননি৷ নিকটবর্তী প্রতিযোগীর চেয়ে এক সেকেন্ডের ৫ হাজার ভাগের এক ভাগ কম সময়ে দৌড় শেষ করেছেন তিনি! ভাবা যায়!
২০০৪ সালের আথেন্স অলিম্পিকে জাস্টিন গ্যাটলিন শেষবার কোনও মার্কিন অ্যাথলিট হিসাবে এই ইভেন্টে সোনা জিতেছিলেন৷ তারপর থেকে এই ইভেন্ট খালি হাতে ফিরিয়েছে মার্কিনদের। অবশেষে সোনা জিতলেন লাইলেস।