Paris Olympic: 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর উদ্বোধন! গোটা প্যারিস শহরটাই যেন আস্ত স্টেডিয়াম

Updated : Jul 18, 2024 06:33
|
Editorji News Desk

ইতিহাস গড়তে চলেছে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রথম অলিম্পিকের উদ্বোধন কোনও একটি স্টেডিয়ামে হবে না৷ হবে প্যারিসের বুক চিরে বয়ে চলা সেইন নদীতে৷ অসংখ্য নৌকার এক বিরাট বহর দুই শতাধিক অ্যাথলিটকে নিয়ে আসবে নদীপথ দিয়ে। নদীর দুদিক থেকে লক্ষ লক্ষ মানুষ দেখবেন সেই দৃশ্য। অলিম্পিক সংগঠনী কমিটির প্রধান টনি এস্তানগুই বলেছেন, গোটা প্যারিস শহরটাই হয়ে উঠবে অলিম্পিক স্টেডিয়াম। 

ফরাসী দৈনিক লে মন্ডে জানিয়েছে, ৮০ থেকে ১০০টি সুসজ্জিত নৌকা সেইনের বুকে ৬ কিলোমিটার জলপথ অতিক্রম করবে। পেরবে ১৮টি ব্রিজ। নৌকাগুলিতে থাকবে অলিম্পিকে অংশ নেওয়া ২০৬টি দেশের প্রতিনিধিরা। এই নৌ যাত্রা শেষ হবে আইফেল টাওয়ার থেকে ঢিল ছোড়া দূরত্বে।

আইফেল টাওয়ারের একদম কাছেই নবনির্মিত স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স পার্কে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে। অলিম্পিকের রীতি মেনেই হবে উদ্বোধন। বক্তৃতা করবেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় ৩ হাজার শিল্পী। আরও যে ঠিক কী কী হবে, সবটুকু ভাঙতে চাইছেন না আয়োজকরা৷ অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরেও৷ প্যারিস নগরীর এমন একটিও ব্রিজ থাকবে না, যেখানে কোনও নৃত্যশিল্পী পারফর্ম করবেন না। এই সবকিছু সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব, অভিনেতা ও পরিচালক থমাস জলিকে।

লক্ষ লক্ষ মানুষ যাতে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য প্রচুর টিকিটের ব্যবস্থা করা হয়েছে৷ সেইন নদীর ধার থেকে নৌবহর দেখার জন্য রয়েছে ৩ লক্ষ ২৬ হাজার টিকিট। ২ লক্ষ ২২ হাজার ফ্রি টিকিট বিলি করা হবে। এছাড়াও 
রয়েছে ৯০ থেকে ২৭০০ ইউরোর টিকিট। শহরজুড়ে বসছে ৮টি জায়ান্ট স্ক্রিন।

গোটা শহর জুড়ে অনুষ্ঠান, ফলে নিরাপত্তার কড়াকড়িও বিপুল। নানা দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, অ্যাথলেটরা তো আছেনই। তাই প্ল্যান বি এবং সি-ও তৈরি আছে৷ তবে যদি প্রথম পরিকল্পনা মেনেই উদ্বোধনী অনুষ্ঠান হয়, তাহলে চোখ কপালে উঠবে বিশ্ববাসীর।

Paris 2024

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও