শুক্রবার সিলেটে মুখোমুখি হয়েছিল হরমনপ্রীত কৌরের ভারত ও বিসমা মারুফের পাকিস্তান। এর আগে টানা তিন ম্যাচে জয় পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন হরমনপ্রীত অ্যান্ড কোং। স্বভাবতই ম্যাচের শুরুতে বেশ আত্মবিশ্বাসীই দেখাচ্ছিল উইমেন্স ইন ব্লু'কে। তবু, শেষরক্ষা হল না। ব্যাটিং ভরাডুবিই ডোবাল ভারতকে। পাকিস্তানের ইনিংস চলাকালীন অসুস্থ হয়ে মাঠ ছাড়া রিচা ঘোষ, শেষ বেলায় খানিকটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই তীরে এসে তরী ডুবে গেল। এই নিয়ে মাত্র তৃতীয় বার ভারতকে হারাল পাকিস্তানের মেয়েরা।
টসে জিতে ভারতের বিরুদ্ধে ব্যাটিং বেছে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে পাকিস্তান। দীপ্তি-পূজারা বড় রান তুলতে দেননি বিসমা মারুফদের।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ধীরে করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি ও সিদরা আমিন। প্রথম চার ওভারে মাত্র ২২ রান হয়। পঞ্চম ওভারে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন পূজা বস্ত্রকর। সিদরাকে ১১ রানের মাথায় আউট করেন তিনি। পরের ওভারেই দুই ওপেনারের জোড়া উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন দীপ্তি শর্মা।
পাকিস্তান ব্যাট করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক রিচা ঘোষ। তার পরে মাঠ থেকে উঠে যান তিনি। ভারতের হয়ে আট নম্বরে ব্যাট করতে নামেন তিনি। অসুস্থ অবস্থাতেও ভারতকে লড়াইয়ে রেখেছিলেন রিচা। তিনটে ছক্কা মেরে আশা বাড়ান তিনি।
তবু, মাঠে মারা গেল সব রিচার লড়াই। ম্যাচটিতে ১৩ রানে ভারতকে হারিয়ে দিল বিসমা-নিদাদের পাকিস্তান।