পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার হ্যারিস রউফ সম্প্রতি জানিয়েছেন, তিনি জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে অংশ নিতে পারবেন না৷ তার কিছুদিন পরেই ক্রিকেটারদের প্রতি বার্তা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ পিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি নয়, ক্রিকেটারদের উচিত জাতীয় দলকে গুরুত্ব দেওয়া।
মঙ্গলবার সাংবাদিকদের পাকিস্তান টিমের ডিরেক্টর মহম্মদ হাফিজ বলেন, পিসিবি যে ২০-২৫ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, তাঁদের জাতীয় দলকেই অগ্রাধিকার দিতে হবে। সেই কারণেই তাঁদের সঙ্গে চুক্তি করা হয়েছে।
Randeep Hooda Wedding: ইম্ফলের ছাদনাতলায় রণদীপ হুডা, কনে যেন সাক্ষাৎ রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা
আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। হ্যারিস রউফ তাতে অংশ নেবেন না বলে জানিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেট লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলতে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছেন।
মহম্মদ হাফিজ জানান, ফ্রাঞ্চাইজির হয়ে খেলে ক্রিকেটাররা অতিরিক্ত ক্লান্ত বা আহত হয়ে পড়ছেন। জাতীয় দলের হয়ে যেমন পারফর্ম করার কথা তা করতে পারছেন না৷ ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের আগে এই বিষয়গুলি মাথায় রাখবে পিসিবি৷ যে ক্রিকেটার ফ্রাঞ্চাইজির হয়ে খেলেও জাতীয় দলের জন্য ফিট থাকতে পারবেন, কেবলমাত্র তাঁদেরই এনওসি দেওয়া হবে।