Year Ender 2021: এক ঝলকে দেখে নিন, ২০২১ সালে খেলার জগতে সেরা বিতর্কিত ঘটনা

Updated : Dec 29, 2021 18:45
|
Editorji News Desk

২০২১ সাল খেলার জগতে অনেক বিতর্ক তৈরি করেছে। ক্রিকেটে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, সেক্সটিং, অলিম্পিয়ানের জেল। এক ঝলকে দেখে নেওয়া যাক, খেলার জগতে ২০২১ সালে এমন কিছু বিতর্ক।

 

বিরাট কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি


T20 বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জঘন্যভাবে হারতে হয় ভারতকে। যার ফলে মহম্মদ শামির (Mohammad Shami) বিরুদ্ধে সোশাল মিডিয়ায় আক্রমণ হয়। শামির পাশে দাঁড়িয়ে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট (Virat Kohli) জানান, মেরুদণ্ডহীন মানুষ। এরপরই বিরাটকে ব্যক্তিগত আক্রমণ করে ২৩ বছরের এক যুবক। বিরাটের মেয়ে ভামিকাকে (Vamika) ধর্ষণের হুমকি দেওয়া হয়। নিজের টুইট মুছে দেয় হায়দরাবাদের ওই যুবক। ডিলিট করে দেয় অ্যাকাউন্ট। পরে যুবককে আটক করে মুম্বই পুলিশ।  

 

অলি রবিনসন 


৯ বছরের এক বাচ্চার টুইটে স্বপ্নের অভিষেক ভেস্তে যায় ইংল্যান্ড ক্রিকেটার অলি রবিনসনের (Olly Robinson)। জুন মাসে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেন রবিনসন। অভিষেকেই সাত উইকেট ও গুরুত্বপূর্ণ ৪২ রানের ইনিংস খেলেন তিনি।

২০১২-১২ সালে রবিনসন কিছু ছবি টুইট করেন। সেই ছবিতে লিঙ্গবৈষম্য ও বর্ণবিদ্বেষী মূলক ইঙ্গিত ছিল। যা তাঁর অভিষেকের পরই ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।  ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁকে আটটি ম্যাচে নির্বাসিত করে। 

 

সেক্সটিং বিতর্ক


২০২১ সালে সেক্সটিং বিতর্কে জড়ান অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন (Tim Pain)। এই বিতর্কে অধিনায়ক পদ ছাড়তে হয় তাঁকে। টিম থেকেও নির্বাসিত করা হয় পেইনকে। 

সেক্সটিং বিতর্কে অ্যাসেজের আগে নিজেই সরে দাঁড়ান টিম পেইন। ২০১৭ সালে ক্রিকেট তাসমেনিয়ার এক কর্মীর সঙ্গে সেক্সটিং করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। ক্রিকেট অস্ট্রেলিয়া তখন বিষয়টি ধামাচাপা দেয় বলে অভিযোগ। কিন্তু ফের সামনে আসে বিষয়টি। যার ফলে নেতৃত্ব থেকে সরে যেতে হয় তাঁকে। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার আগে সাংবাদিক বৈঠক করে নিজের দোষ স্বীকার করে নেন টিম পেইন।

 

অম্পিয়ান পদকজয়ীর জেল


দুবার অলিম্পিকে পদকজয়ী সুশীল কুমার (Sushil Kumar) এখন দিন কাটাচ্ছেন তিহার জেলে। কুস্তিগীর সাগর ধানখড় হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় সুশীলকে। পুলিশ সূত্রে খবর, এই হত্যাকাণ্ডে সুশীলের সঙ্গে আছে আরও ১২ জন সহযোগী। ছত্রশাল স্টেডিয়ামের ধারে এই কুস্তিগীরকে খুন করা হয়। 

পেং সুয়াই


হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান চিনের মহিলা টেনিস তারকা পেং হুয়াই। চিনের সিনিয়র কমিউনিস্ট দলের এক নেতার নামে শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। তারপরই নিখোঁজ হন পেং হুয়াই। বেজিংয়ের ইউথ টুর্নামেন্টে তিন সপ্তাহ পর দেখা যায় তাঁকে। 

উইম্বলডন ডাবলস ও ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন টেনিস তারকা পেং। নভেম্বর মাসে পেং জানান, ৭০ বছরের এক কমিউনিস্ট নেতা ঝ্যাং গাোলি তিন বছর আগে তাঁর শ্লীলতাহানি করে। কিন্তু নিখোঁজ হয়ে ফিরে আসার পর একথা অস্বীকার করেন পেং। যদিও তাঁর কথা মানতে চায়নি নিজের অনুরাগীরাও। 


বিশ্ব টেনিস সংস্থা আর্থিক ক্ষতির কথা না ভেবে সাহসী পদক্ষেপ নেয়। চিন ও হংকংয়ে সমস্ত টেনিস টুর্নামেন্ট বন্ধ করার নির্দেশ দেয় টেনিস সংস্থা।

 

ইউরোপিয়ান সুপার লিগ

বিরাট ব্যর্থ ইউরোপিয়ান সুপার লিগ (Europian Super League)। ফুটবলকে আরও আকর্ষণীয় করতে ইউরোপের সেরা ১২টি ক্লাব নিয়ে একটি এপ্রিল মাসে আরও একটি লিগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বড় ক্লাবগুলোকে আনতে গেলে যতটা অর্থের প্রয়োজন, তার প্রস্তুতি না নেওয়ায় ব্যর্থ হয় এই নতুন লিগ। 

এই টুর্নামেন্টে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ছটি ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি,  আর্সেনাল, টোটেনহ্যাম, লিভারপুল। ইতালির জুভেন্তাস, এসি মিলান ও ইন্টার মিলান ছিল এই লিগে। স্পেন থেকে যোগ দেওয়ার কথা ছিল বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের।  

কিছু ফুটবল অনুরাগী এতে সমর্থন করেছিল। আবার অনেকেরই বিষয়টি পছন্দ হয়নি। এই লিগ ঘোষণা করার ৪৮ ঘণ্টা পরই বন্ধ হয়ে যায়। এই লিগের সমর্থনে ছিল রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্তাস। কিন্তু UEFA পদক্ষেপ করতে পারে, ভেবে বন্ধ হয়ে যায় এই সুপার লিগের আইডিয়া। 

Year Ender 2021SportsCricket AustraliaVirat KohliFootball

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও