রবিবার সোনা দিয়েই কমনওয়েলথ গেমস শুরু করল ভারত। এবারও সোনা এল সেই ভারোত্তোলনে। ছেলেদের ৬৭ কেজি বিভাগে রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের জেরেমি লালরিন্নুঙ্গা। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৫৪ কেজি ওজন তুলতে গিয়ে চোট পেয়েছিলেন মেঘালয়ের এই যুবক। কিন্তু সেই চোট তাঁকে দমাতে পারেনি। কারণ সেই চোট নিয়ে তিনি ফেরেন ১৬০ কিলো তুলবেন বলে। মোট ৩০০ কিলো তুললেন জেরেমি।
চার বছর আগে যুব অলিম্পিকেও ভারতের জন্য সোনা জিতেছিলেন তিনি। সোনা পেয়েছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এবার সোনা কমনওয়েলথ গেমসে। স্ন্যাচিংয়ে ১৪০ কিলো তোলেন তিনি।
চার বছর আগে আর্জেন্টিনায় যুব অলিম্পিকে অনায়াসে তুলে নিয়েছিলেন ২৭৪ কিলো। স্ন্যাচিংয়ে তুলেছিলেন ১২৪ কিলো এবং ক্লিন ও জার্ক বিভাগে তুলেছিলেন ১৫০ কিলো। রবিবার বার্মিংহামে উপভোগ করতেই দেখা গেল জেরেমিকে। স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় তোলেন ১৩৬ কিলো। দ্বিতীয়বার তোলেন ১৪০ কিলো। রেকর্ড গড়ার পর তৃতীয় বার ১৪৩ কিলো তুলতে এসে ব্যর্থ হন। স্ন্যাচিং বিভাগের পর শীর্ষে ছিলেন তিনিই।