রেসলিং ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। দিল্লির যন্তর মন্তরে ধর্নায় কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী সিংরা। কিন্তু দেশের প্রথম সারির ক্রিকেটাররা এখনও কুস্তিগিরদের পাশে দাঁড়ানোর বার্তা দেননি। এবার এই নিয়ে প্রশ্ন তুললেন ভিনেশ ফোগাট।
রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ দেশের প্রথম সারির ক্রিকেটাররা এখন আইপিএল নিয়ে ব্যস্ত। কুস্তিগিরদের আন্দোলন নিয়ে মুখ খোলেননি কেউ। তাঁদের নীরবতা নিয়ে কটাক্ষ করে ভিনেশ ফোগাট জানান, "ওদের যথেষ্ট সাহস নেই।"
বিনেশে কিছুটা আক্ষেপের সুরেই বলেন, "গোটা দেশ ক্রিকেটকে ধর্ম মনে করে। অথচ একজন ক্রিকেটারও মুখ খোলেননি। সমর্থনেই বার্তা দিতে হবে, এমন নয়। নিরপেক্ষ বার্তাও দিতে পারতেন। ক্রিকেটার, ব্যাডমিন্টন, খেলোয়াড়, সকলের সঙ্গেই এই ঘটনা ঘটতে পারে।"