শনিবার পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সব মহলে গুঞ্জন। পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ে হয়েছে শোয়েবের। কিন্তু, তাঁর দ্বিতীয় স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে কি বিবাহ-বিচ্ছেদ হয়েছে তাঁর? সানিয়ার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ধর্মীয় আইন মেনে বিচ্ছেদ হয়েছে দুজনের।
কীভাবে শুধু হয়েছিল দুই প্রতিবেশী দেশের দুই হেভিওয়েট ক্রীড়াতারকার প্রেমের জীবন?
জানা যায়, ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবং পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েবের প্রেম শুরু হয় ২০০৯ সাল থেকে। শোয়েবের সঙ্গে সানিয়ার প্রথম দেখা হয় অস্ট্রেলিয়ায়। এরপর থেকে শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে- প্রায়শয়ই একসঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যেত। তাঁদের প্রেম নিয়ে প্রথম থেকেই প্রচুর আলোচনা হয়েছে।
তবে, সে সবে কান দেননি তাঁদের দু'জনের কেউই। প্রায় পাঁচ মাস প্রেম করার পর ২০১০ সালে ১২ এপ্রিল হায়দরাবাদে গাঁটছড়া বাঁধেন তাঁরা। শোয়েব-সনিয়ার বিয়ে নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু সব সমালোচনা, দেশ কালের গন্ডি সবই হার মেনেছিল তাঁদের ভালোবাসার কাছে। দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০০৮ সালে তারকা দম্পতির একমাত্র সন্তান ইজহানের জন্ম হয়।
আরও পড়ুন - সানিয়াকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই , পাক অভিনেত্রী সানার সঙ্গে তৃতীয় বিয়ে শোয়েবের
দীর্ঘ ১২ বছর ধরে চুটিয়ে সংসার করেছেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কে ফাটল ধরে। বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল তাঁদের বিচ্ছেদ নিয়ে। অবশেষে শনিবার সকালে সেই গুঞ্জনি শিলমোহর পড়ে। নিজের তৃতীয় বিয়ের ছবি পোস্ট করেন পাক ক্রিকেটার শোয়েব মালিক।