প্যারিস অলিম্পিকে স্বপ্নভঙ্গ। সোনার কাছাকাছি পৌঁছেও সোনা না পাওয়ার আক্ষেপ গ্রাস করবে না, এটা ভাবাই তো অন্য়ায়। কিন্তু সবাই ভিনেশ ফোগাত নন। ভিনেশের মতো লড়াকু মানসিকতা সবার থাকে না। তাই অলিম্পিকের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরের দিন লিখেছিলেন, কুস্তির কাছে হারতে হয়েছে তাঁকে। আন্তর্জাতিক কুস্তি থেকে নিয়ে ফেলেছিলেন অবসরও। কিন্তু রুপোর আবেদন করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্ত হন তিনি। বুধবার রাতে দুঃসংবাদ এল। ভিনেশের আবেদন খারিজ করল ক্রীড়া আদালত। কিন্তু এবার অলিম্পিকে যে লড়াই লড়ে ফাইনাল পর্যন্ত উঠেছিলেন ভিনেশ, তাঁকে কুর্নিশ দেশবাসীর।
ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত, বজরং পুনিয়ারা। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে দিল্লির রাজপথে টানা ধর্না দেন কুস্তিগিররা। এই আন্দোলনে অন্যতম মুখ ছিলেন ভিনেশ। এবার অলিম্পিকের প্রস্তুতির সেভাবে সময়ই পাননি তিনি। সব টুর্নামেন্টে পদক থাকলেও অলিম্পিকে কোনও পদক ছিল না। এবার দেশের হয়ে খেলতে যান ভিনেশ। পরপর দুটি ম্যাচ জিতে সোজা সেমিফাইনালে পৌঁছে যান তিনি। ফাইনালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকায়, তাঁকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়।
বুধবার রাতে ভিনেশের দুঃসংবাদ পাওয়ার পর কেউ কিন্তু ভেঙে পড়েননি। ভিনেশের কাকা মহাবীর ফোগাত জানিয়েছেন, মেয়েকে সোনা জয়ী হিসেবেই অভ্যর্থনা জানাতে চান তাঁর। সংবাদ সংস্থা ANI-কে তিনি জানিয়েছেন, "ক্রীড়া আদালত তাঁর আবেদন খারিজ করেছে। আর কোনও আশা নেই। তবে ১৭ অগাস্ট ও দেশে ফিরবে। ও ফিরলে সবাইকে খাওয়ানো হবে। মেয়েকে সোনা জয়ের মতোই অভ্যর্থনা দেওয়া হবে।" তিনি জানান, প্রত্যাশা ছিল ক্রীড়া আদালতের রায় তাঁদের পক্ষে আসবে।
তাঁর বন্ধু ও সতীর্থ বজরং পুনিয়াও ভিনেশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লেখেন, "অন্ধকার তোমার পদক ছিনিয়ে নিয়েছে। তুমি হীরের মতো জ্বলজ্বল করছ এই দেশে। তুমিই বিশ্ব চ্য়াম্পিয়ন। এই দেশের কোহিনূর তুমি। বিশ্বের কাছে ভিনেশ ফোগাত। যারা পদক চাইছেন, তারা ১৫ টাকা করে কিনে নিতে পারেন।"
বুধবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের পর বিবৃতি দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনও। বিবৃতিতে লেখা হয়েছে, ভিনেশ ফোগাতের পাশে সব সময় আছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আগামী দিনে কোনও আইনি সমস্যা হলেও সংস্থা পাশে থাকবে।